golpo-ghar.blogspot.com |
>> এম্বেডেড সিম বা ই-সিম কি??
সম্প্রতি বাংলাদেশে ই-সিম সেবা চালু হয়েছে। আজকে গ্রামীণফোন সর্বপ্রথম বাংলাদেশে এই সেবা চালু করে। ই-সিম হল এমন একটা প্রযুক্তি যেটা খুবই ছোট হয় এবং এটা আপনার ডিভাইসের ভেতরে হার্ডওয়ার এর সাথে সংযুক্ত থাকে।
আমরা কোনো কোম্পানির মোবাইল নম্বর ব্যবহার করতে গেলে সেই কোম্পানির সিম ব্যবহার করতে হয়। অন্যথায় আমরা ওই নাম্বারটা ব্যবহার করতে পারি না। যার ফলে একজন ব্যক্তি যদি একাধিক নাম্বার ব্যবহার করে সেক্ষেত্রে তার বারবার সিম খুলে পরিবর্তন করতে হয়।
এই ঝামেলাটা দূর করার জন্য প্রযুক্তিবিদরা বা ইঞ্জিনিয়াররা ই-সিম নামক প্রযুক্তির উদ্ভাবন করেছে। এই প্রযুক্তির মাধ্যমে মোবাইল কোম্পানিগুলো আপনাকে একটা ইউজারনেম এবং পাসওয়ার্ড বা কিউ-আর কোড দিবে যেটার মাধ্যমে আপনি খুব সহজে কোন সিম পরিবর্তন ছাড়াই আপনার নম্বর যেকোনো সময় পরিবর্তন করতে পারবেন। মানে যখন যে নাম্বারটা চালাতে মনে চাইবে, তখন সেই নাম্বারটার ইউজারনেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে চালাতে পারবেন।
এতে করে মোবাইলটা বার বার খোলা লাগবেনা।
তবে এটার অনেক সুবিধা থাকলেও কিছু অসুবিধা রয়েছে। যেমন বর্তমানে আপনারা জানেন সাইবার অ্যাটাক গুলো খুব বেশি হচ্ছে। যার কারণে কেউ যদি আপনার লগইন সিস্টেম হ্যাক করে তাহলে আপনার সিম যে কেউ ব্যবহার করতে পারবে। যার ফলে একজনের প্রাইভেসির অনেক ক্ষতি হতে পারে।
তবে প্রযুক্তিবিদ্যায় এই বিষয় নিয়ে আরো অনেক রিচার্জ করছে। ভবিষ্যতে ই-সিম প্রতিটা দেশেই ব্যবহৃত হবে।
0 Comments
Thanks for your valuable comment. We will be back soon.
Thank you 😊😊😊