ভালোবাসা কি খুব জানতে ইচ্ছে করে

Ads Inside Post

ভালোবাসা কি খুব জানতে ইচ্ছে করে

kobita-ghar.blogspot.com
kobita-ghar.blogspot.com

 

ভালোবাসা কি খুব জানতে ইচ্ছে করে


কোনো দুটি মানুষ থাকে দূর বহুদূরে ,

একে অপরের থেকে অনেক অনেক দূরে!

দূরত্বের ব্যবধান হলেও তবুও যেনো তারা কাছে।

দূরে থেকেও তারা কাটিয়ে দিয়েছে দীর্ঘ বিশ বছর 

একে অপরকে ভালোবেসে!

নেই চাওয়া পাওয়ার হিসেবে নিকেশ না আছে পাওয়ার প্রত্যাশা।

দুটি আত্মার সঙ্গে এ যেনো এক নিবিড় সংযোগ হয়ে গেছে বহু কাল আগে! 

এ যেনো জন্ম-জন্মান্তরের ভালোবাসা।

এ যেনো এক গভীর ভালোবাসা;

এত নিখাদ, এত স্বচ্ছ পাই না কোথাও এর দেখা! 

ভালোবাসা আজ হারিয়ে যাচ্ছে কোথায়, 

সত্যি কারের ভালোবাসা আজ বড়োই অভাব।

সত্যি কারের ভালোবাসার মানুষের আজ পাই না দেখা! 

পাইনা খোঁজ সেই ভালোবাসার। 

বয়সের এই সন্ধিক্ষণে এসে, 

৩৫ এর কোঠায় দাঁড়িয়ে আবারো ফের নতুন করে জানতে ইচ্ছে করে ভালোবাসা কি? 

ভালোবাসা খোঁজে কি শুধুই রূপ?

রূপ বদলে গেলে কি সম্পর্কের সমীকরণ বদলে যায়!

ভালোবাসা কি খুব জানতে ইচ্ছে করে? 

ভালোবাসা শুধুই খোঁজে কি নগ্ন শরীর? নাকি মন;

ভালোবাসা শুধুই কি থাকে চাওয়া পাওয়ার তীব্র প্রত্যাশা!

ভালোবাসার সমীকরণ বদলে যায় কি বিবাহ বন্ধনে আবদ্ধ হাওয়ার পর! 

আগের মতো কি ভালোবাসা যায়, নাকি প্রেম করা যায় ঠিক মতো। 

রোজ দেখা এক মুখ, একি সব কিছু!

সেই একি স্ত্রী,যার ভালোবাসা আজ যেনো লাগে মন্দ!

বড্ড বেশি বিরক্তি লাগে যেনো তার সব কিছু। 

যা আগে লাগতো ভালো, 

সব কিছু আজ পুরনো, জীর্ণ!

ঘুন ধরা কাঠের খাটের মতো কিম্বা মরিচা পড়া লোহার জানালার মতো! 

বাড়ির দেয়ালে রং করা হয় প্রতিবছর, নতুন রং।

পুরোনো কে বিদায় দিয়ে, নতুন কে স্বাগত জানিয়ে সাজানো হয় নতুন ভাবে নতুন রঙে!

ঠিক তেমনি ভাবে---

কখন যে রং বদলায় ভালোবাসার বুঝে ওঠা যায় না।

চেনা মানুষ কখন যে অচেনা হয়ে যায় ,

হাজার সমীকরণ করেও ঠিক তল খুঁজে পাওয়া যায় না!

অতুল তলে তলিয়ে যায় ভালোবাসা নামক মিথ্যা ভালোবাসা।

ভালোবাসা কি খুব জানতে ইচ্ছে করে? 

প্রেমিকের দেওয়া ভালোবাসার নামে থাকে কি গুটিকয়েক মিথ্যা প্রতিশ্রুতি আর মিথ্যা ভালোবাসা।

ভালোবাসা কি খুব জানতে ইচ্ছে করে? 

ভালোবাসার বিকিকিনি হয় রোজ রাতে পতিতার কোঠায় !

বানায় এক রাতের রাণী। 

এটা কি ভালোবাসা? 

নাকী শুধুই চাহিদা, 

ভালোবাসা কি খুব জানতে ইচ্ছে করে? 




Post a Comment

0 Comments