কথা দাও নি

Ads Inside Post

কথা দাও নি

 


https://kobita-ghar.blogspot.com/
kobita-ghar.blogspot.com/



তুমি কখনও ফিরে আসবে বলে কথা দাও নি,
তবুও আমি রোজ নিয়ম করে সন্ধ্যাবেলা পাখিদের ঘরে ফেরা দেখি।

তুমি কখনও অকপটে আমায় ভুলে গেছো স্বীকার করো নি,
তবে কীভাবে চাঁদের আলো আমার ঘর ভিজিয়ে দিতে এসেও 
ভুল করে আঁধার ঢেলে গেছে তা দেখেছি।

তুমি আমায় বার বার ভালোবাসি বলেও,
মন নিংড়ে দুঃখ ছুঁয়ে দেখো নি,
অনুভব করোনি ব্যর্থতার সাগরে ডুব দিয়ে
একটু একটু মৃত্যু কুড়িয়ে ছিলাম।

তবুও আমি বৃষ্টির অপেক্ষা করছি,
শ্রাবনের ধারায় সকল বিষন্নতা কে ভাসিয়ে দিয়ে
যতটা অবহেলায় তুমি আমাকে রেখেছো,
তারও অধিক ভালোবাসা ফিরিয়ে জিতে যাবার প্রতীক্ষা করে যাচ্ছি।
অথচ তুমি আমাকে ফিরে আসবে বলে কথা দাও নি! 



Post a Comment

0 Comments